
বিজ্ঞপ্তি : নগরীর শঙ্খ মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার বিকাল পাঁচটায় মহাগর যুবলীগের বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীদের কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে এ সমাবেশ আয়োজিত হয়।
নগর সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এ্যাডঃ আল আমীন উকিল, মোঃ আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, মোঃ ডলার, বাচ্চু মোড়ল, রিপন কবীর, সবুজ হাজরা, অভিজিৎ পাল, শওকত হাসান, ইলিয়াস হোসেন লাবু, আরিফুল ইসলাম আরিফ, আসাদুজ্জামান শাহিন, এজাজ আহম্মেদ, অলক শীল, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, লাবু আহমেদ, মোঃ রিপন, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, হিরন হাওলাদার, জনি বসু, সাগর মজুমদার, মোঃ বনি, শেখ মাহফুজ হাসান, সুজল ঘোষ, মিজান, প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।