জন্মভূমি ডেস্ক : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে উপমহাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে।
নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গান ব্যবহার করা হয়েছে ‘পিপ্পা’ নামের একটি সিনেমায়। একাধিক বাঙালি শিল্পী কণ্ঠ দিয়েছেন এই গানে। তাদের মধ্যে রয়েছেন রাহুল দত্ত, তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাশ, শালিনী মুখোপাধ্যায়, দিলাশা চৌধুরী, শ্রয়ী পাল প্রমুখ। তবে মূল উদ্যোগ ছিল এবার বিষয়টি নিয়ে কথা বলনে তিনি।
রাহুল জানান, ২০২১ সালে হঠাৎ এক রাতে তার কাছে রহমানের টিমের থেকে ফোন আসে। এটা রহমানের সঙ্গে শিল্পীর তৃতীয় কাজ। তিনি বলেন, ‘বলা হয় সে রাতেই গানটা রেকর্ড করতে হবে। সেই মতো আমি বাকিদের জোগাড় করি। তখনও জানতাম না গানটা কীভাবে কোথায় ব্যবহার করা হবে।’
তারপর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন রাহুল। গভীর রাতে শুরু হয় রেকর্ডিং। রহমান কি আগে সুর করে পাঠিয়েছিলেন? রাহুল সে কথা স্বীকার করে নিয়ে বললেন, ‘আমাদের কাছে আগে সুর করে পাঠানো হয়েছিল। আমরা কিছু জানতাম না। কোন ছবিতে ব্যবহার করা হবে সেটাও জানতাম না।’
কিন্তু সুর জানার পর রাহুল প্রতিবাদ করলেন না কেন? শিল্পী বললেন, ‘তখন অত কিছু ভাবিনি। গায়কের কাজ গান গাওয়া। আমরা সেটাই করেছি। পরীক্ষা-নিরীক্ষা তো হতেই পারে। সত্যিই বলছি অত কিছু ভাবিনি। বাঙালি ছেলেমেয়েদের রহমানের মতো শিল্পী কোরাসে ব্যবহার করতে চেয়েছেন এটাই আমাদের কাছে মুখ্য বিষয় মনে হয়েছিল।’
গানটি প্রকাশ পেতেই সরব হয়েছেন নেটিজেনরা। সুরের বিকৃতিকরণে হতাশ তারা। মন্তব্যের ঘরে প্রকাশ করেছেন তা। কেউ লিখেছেন, সঠিক সুরে সঠিকভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার তা এটা থেকে পাওয়া যাচ্ছে না। গানের আত্মাটাই নষ্ট। আবার কেউ লিখেছেন, মনটা জাস্ট ভেঙে গেল। এ আর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যশোরের চৌগাছার গরিবপুরে তুমুল যুদ্ধ হয়। এতে পাকিস্তানের বিপরীতে ছিল বাংলাদেশের ভারতীয় মিত্রবাহিনী। তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল মিত্রবাহিনীর কাছে। এই যুদ্ধই দেখা যাবে ‘পিপ্পা’ ছবিতে। ছবিটি নির্মাণ করেছেন রাজাকৃষ্ণ মেনন।
এতে ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। বলরাম মেহতার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। এছাড়া দেখা যাবে প্রিয়াংশু পেনিয়ুলি এবং সোনি রাজদানকে।