হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : মঙ্গলবার (২৪ডিসেম্বর) সকাল ৭টায় হুইসেল বাজিয়ে যাত্রীবাহী ট্রেন থামলো নড়াইল রেল স্টেশনে। নড়াইলবাসি দেখতে পেল প্রথম যাত্রীবাহি ট্রেন। মুহুর্তের মধ্যেই আনন্দের সাথে কাংখিত ট্রেনে উঠে পড়েন যাত্রীরা। এ উদ্বোধনী যাত্রীবাহি ট্রেনের মাধ্যমে নড়াইলের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হলো। বহু কাংখিত উদ্বোধনী ট্রেন বলে কথা। তাই নানাভাবে সাজানো হয়েছিল ট্রেনটি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে যাত্রী নিয়ে নড়াইলের উপর দিয়ে প্রথম ট্রেনটি যায়। সেই বাহনে করে এলাকার লোকেরা দ্রুততম সময়ে যাতায়াত করতে পেরে বেজায় খুশী। মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) সকালে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন যাত্রী নিতে থেমেছিল নড়াইল রেলষ্টেশনে।
নড়াইলবাসী দীর্ঘদিনের স্বপ্ন ছিলো রেলপথে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন পূরণ হলো। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলপথ ব্যবহারের সুযোগ পেলো নড়াইলবাসী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা-বেনাপোল-ঢাকা-খুলনা রুটের ট্রেন চললো নড়াইলের বুকের উপর দিয়ে।
এ রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রুপালী এক্সপ্রেস নামে একজোড়া ট্রেন চলাচল করবে। এ প্রকল্পের ২৮ কিলোমিটার রেলপথ পড়েছে নড়াইলে। নড়াইল শহর ও লোহাগড়া উপজেলায় একটি করে রেলস্টেশন নির্মাণ করা হয়েছে। ২০২২ সালে ২৫ জুন প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সেই ভোগান্তি অনেকাংশে কমে যায়। মধুমতী নদীর বুকে নির্মিত হয় দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট সেতু। সেতু নির্মাণে পাল্টে যায় নড়াইলসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। নড়াইল থেকে মাত্র ৩ ঘণ্টায় ঢাকা পৌঁছানো যায়। যা স্বপ্নের মত। নড়াইলবাসী দীর্ঘদিনের আরেকটি স্বপ্ন ছিলো রেলপথে যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন পূরণ হলো। সড়ক পথের পাশাপাশি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলপথ ব্যবহারের সুযোগ পেলো নড়াইল-যশোরবাসী। এতদিন যারা রেলের কাজ দেখেছেন আর রেললাইনে ঘুরে বেড়িয়েছেন তারা এখন নতুন ট্রেনের অপেক্ষায় ষ্ট্রেশনে ভীড় করছেন।
ট্রেনযাত্রী এ্যাডভোকেট এ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেলপথে ঢাকা যাবো। সেই স্বপ্ন আজ পূরন হলো। নড়াইল শহরের কুড়িগ্রামের বাসিন্দা ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার জানান, উদ্বোধনী দিনে প্রথম ট্রেনে চড়ে ট্রেনের স্বাক্ষী হতে অনলাইনে টিকিট ক্রয় করেছি। উদ্বোধনী ট্রেনে ঢাকা যাচ্ছি এটা অন্য রকম আনন্দ। এদিকে আনন্দের সাথে আক্ষেপের কথা জানিয়েছেন কলেজ শিক্ষক তরিকুল ইসলাম মন্নু ও প্রশান্ত কুমার বিশ্বাস সহ অনেকে। তারা বলেন ট্রেনের সুবিধা পাচ্ছি এটা আনন্দের। তবে টিকিট বরাদ্দ অনেক কম। তাছাড়া তুলনামুলক ভাবে ভাড়া একটু বেশি। তারা কর্তৃপক্ষের নিকট টিকিট বরাদ্দ বাড়ানো ও ভাড়া কমানোর দাবি জানান।
নড়াইল স্টেশন মাস্টার উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, নড়াইলের মানুষ ট্রেনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিটে ঢাকা যেতে পারবে। ‘রেলের দেয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬ টায়। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮ টায়। খুলনায় পৌঁছানোর কথা ১১টা ৪০ মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা ২টা ৩০ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। দিনে দু’বার ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে দু’টি ট্রেন।