
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক মুক্তি চতুর্থ বারের মত এবং নড়াইল-২ আসনে মাশরাফি বিন মোর্ত্তজা দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। তারা দু’জনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটি’র কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় নড়াইল- ১ আসনে বিএম কবিরুল হক মুক্তি এবং নড়াইল- ২ আসনে মাশরাফি বিন মোর্ত্তজা’র নাম ঘোষনা করেন। তাদের নাম ঘোষনা’র পর তাদেও অনুগত নেতা,কর্মী ও সমর্থকরা এলাকায় উল্লাস করেন। জেলার অনেক জায়গায় আতসবাজি ফোটানো হয়। বাজির শব্দে নড়াইল শহর প্রকম্পিত হয়। আবারও বাহারি রংয়ের বাজিতে আকাশ ছেয়ে যায়। বিতরণ করা হয় মিষ্টি।
অনুসন্ধানে আরোও জানা যায়, নড়াইল-১ আসনে ১১ জন এবং নড়াইল-২ আসনে ২২ জন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এদিকে পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় নড়াইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতা-কর্মীরা। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তফশীল অনুযায়ী আগামী ৭ জানুয়ারী-২০২৪ইং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।