
নড়াইল প্রতিনিধি : নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। সাংবাদিকদের সাথে মতবিনিময় অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা আক্তার,নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, সাংবাদিক স্বপন কুমার সিকদার,এইচ এম সিরাজ, মোস্তফা কামাল, কাজী হাফিজুর রহমান, মাহাবুবুর রশিদ লাবলু,জহির ঠাকুর,সাইফুল ইসলাম তুহিন,খায়রুল আরেফিন রানা,জিয়াউর রহমান জামী,অশোক কুন্ডু,এড.আজিজুল ইসলাম, এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু,এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বিলের জলাবদ্ধতা, খাস জমি দখল, নদী দখল, শহরের যানজট,কৃষি ও সার ব্যবস্থাপনা,সাংবাদিকদের নিরাপত্তা সহ নানা বিষয়ে বক্তব্য তুলে ধরেন। প্রসঙ্গত: গত ৩১ আগষ্ট মেহেরপুরে যোগদানের মাত্র আড়াই মাস পরে ১৬ নভেম্বর নড়াইলে যোগদান করেন নবাগত জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম।

