
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউপি সদস্য ও পাইকড়া গ্রামের মনির এর নেতৃত্বে একই গ্রামের সৈয়দ সাজ্জাদ এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২জুন) নড়াইল সদর থানায় এজহার দায়ের হয়েছে।
পাইকড়া গ্রামের সৈয়দ সাজ্জাদের মাতা হোসনেয়ারা (৬৮) অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মেম্বর মনির তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বুধবার (২১ জুন) রাত ১১ টার দিকে তাদের বাড়িতে হামলা চালান। হামলা চালিয়ে ঘরের মালামাল তছনছ ও ভাংচুর করেন। এ সময় স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে যান। ঘটনার সময় সৈয়দ সাজ্জাদ ও তার ভাইয়েরা কেউ বাড়িতে ছিলেন না। পুরুষশুণ্য বাড়িতে গিয়ে তারা বেপরোয়া তান্ডব চালায়। বাড়ীর সীমানা ঘেরা টিন কুপিয়ে ভাংচুর করেছে। ঘরের দরজা, আসবাবপত্র,জানালার কাচ ও দোকান ঘর ভাংচুর করেছে।
ক্ষতিগ্রস্থ হোসনেয়ারা বেগম বাদি হয়ে বৃহস্পতিবার (২২জুন) নড়াইল সদর থানায় এজহার দায়ের করেছেন। এ মামলার আসামীরা হলেন ভদ্রবিলা ইউপি সদস্য ও পাইকড়া গ্রামের বাসিন্দা মনির, ফিরোজ, জসিম মোল্যা, কুবাদ মোল্যা,কালাম মোল্যা,সিহাব মোল্যা, রজিবুল মোল্যা,কামাল মোল্যা,নুর ইসলাম মোল্যা, বখতিয়ার মোল্যা, আজিজার মোল্যা,শিমুল মোল্যা সহ অনেকে।
মামলার এজহার ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে ঘটনার সময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা স্বর্নের রুলি ২টা, ব্রেসলেট ১টা, চেন ১টা, নগদ ২ লাখ টাকা এবং ৪৩ ইঞ্চি ভিশন এলইডি স্মার্ট টিভি লুট করে নিয়ে যায়।
ঘটনার পর মনির মেম্বর মোবাইল বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান বলেন, আসামীদের আটক ও লুট হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

