নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী কর্র্তৃক প্রদেয় কম্বল বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে বিছালী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. অচিন কুমার চক্রবর্তী। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক। বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল কাদির উজ্জ্বল এর পরিচালনায় বক্তব্য দেন ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাফর ফারাজী, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্বাস বিশ্বাস, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আরমান শেখ, ১নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক মিলন মিনা, আওয়ামী লীগ নেতা এনামুল হক, সম বায়েজিদ হোসেন, বিছালী ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা,যুবলীগ নেতা চন্দন,সাংবাদিক রাসেল প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত