জন্মভূমি রিপোর্ট : নড়াইল জেলার লোহাগড়া থানায় দায়ের হওয়া বাবুল শেখ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার হয়েছে। তারা হচ্ছে, রিপন শেখ (৪৫) এবং মুরাদ শেখ (৪০)। র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম সোমবার রাজধানী ঢাকার মিরপুর এলাকা হতে তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, লোহাগড়া থানাধীন হান্দলা গ্রামের বাসিন্দা বাবুল শেখের সাথে তারা চাচাতো ভাইদের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গত ১০ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে নিয়ে শালিস বৈঠকে বসেন। পরদিন আসামি রিপন শেখ লোকজন নিয়ে বিরোধীয় জমির তালগাছ কাটতে আসলে বাবুল বাধা দেন। তখন রিপন তাকে ধাঁরালো অস্ত্রাঘাতে বুকে মারাত্মক জখম করে। আশ-পাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রমতে, গ্রেফতারের পর আসামিরা র্যাব কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইলের হত্যা মামলার দু’আসামি ঢাকায় গ্রেফতার
Leave a comment