নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপি চেয়ারম্যানকে জীবননাশের হুমকি দেয়া অভিযোগ উঠেছে। দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল তার বিরূদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন মহলে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে। এ চক্রের সাথে জড়িত রয়েছে পরিষদের কয়েক মেম্বর। তারা সম্মিলিত ভাবে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। তারা নানাভাবে তাকে হত্যার হমকি দিচ্ছে। এ কারনে তিনি চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। তিনি নিজের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত