
মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়ায় ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত রিয়াজুল ওরফে তুহিন (২৫) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃতঃ ছিদ্দিক শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এস আই মিজানুর রহমান, এ এস আই ছদরুল আলম পুলিশের একটি অভিযানিক দল নিয়ে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারের পার্শ্ববর্তী থেকে মাদক ব্যবসায়ী রিয়াজুলকে গ্রেফতার করা হয়। এ সময় রিয়াজুলের নিকট থেকে ১০০ পিচ নিষিদ্ধ ইয়াবা বড়ি জব্দ করে পুলিশ।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, আসামী রিয়াজুল ওরফে তুহিনের নামে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মোঃ নাসির উদ্দীন আরও বলেন, নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশের এ অভিযান অব্যহত চলমান থাকবে।