
নড়াইল প্রতিনিধি : নড়াইলে বাল্যবিবাহ অবসান ও শিশুর প্রতি সহিংসতা রোধে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ডায়ালগ। উজ্জ্বল রায়. জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে লোহাগড়া উপজেলায় বাল্যবিবাহ অবসান ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে লোহাগড়া উপজেলার ২০টি স্থানে এলাকার জনপ্রতিনিধি ও জনসাধারণ নিয়ে বাল্যবিবাহ অবসান এবং শিশুর প্রতি সহিংসতা রোধে এ কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিসের আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউপি সদস্যের বাড়ির উঠোনে অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহের অবসান এবং শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর উপস্থিত জনপ্রতিনিধি এবং জনসাধারণের সাথে পারষ্পরিক মতবিনিময় এবং আলোচনা করা হয়। কমিউনিটি ডায়ালগে উপস্থিত সকলে বাল্যবিবাহ অবসান এবং শিশুর প্রতি যেকোন সহিংসতা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করবে বলে শপথ গ্রহণ করেন।