
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের মুজিবর রহমান লস্করের জমির পাট কাটতে না দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশি আনতাল শেখ (৫৫) ও তার ছেলে ইমন শেখ (২২) এর বিরূদ্ধে। পাট কাটতে গেলে মুজিবর লস্করকে তারা দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া করছেন বলে গত ৫ আগস্ট কালিয়া থানায় অভিযোগ করা হয়েছে। এরপরও তারা দমন হয়নি। এমন পরিস্থিতিতে ৬০ শতক জমির পাট ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে।
সোমবার জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, মুজিবর লস্করের বাড়ির পাশেই একটি ক্ষেতের পাট কাটা হয়নি। পাট না কাটায় শুকিয়ে পাট নষ্ট হয়ে যাচ্ছে। পাট ক্ষেতে পাটের অবস্থা দেখাতে গেলে মারমুখি হয়ে সেখানে এগিয়ে আসেন মুজিবর লস্করের নিকটতম প্রতিবেশি আনতাল শেখ। কোনো কিছু না শুনেই তিনি উত্তেজিত হয়ে উঠেন মুজিবর লস্করের উপর। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে সরে যান মুজিবর লস্কর।
এসময় ক্ষতিগ্রস্ত মুজিবর লস্করের দেয়া বক্তব্যে ও কালিয়া থানায় দেয়া অভিযোগপত্রে জানা যায়, খড়রিয়া মৌজার ৯৬ শতকের মধ্যে ৬০ শতক জমি এবং একই মৌজার ৪৬ শতক জমির স্বত্ত্ব দখলিয় মালিক মুজিবর লস্কর। ওই জমিতেই পাট রোপন করা। সম্প্রতি প্রতিবেশি আনতাল শেখ ও তার ছেলে ইমন শেখ ওই জমি দখল করতে আসলে মুজিবর লস্কর ১৪৪ ধারা মামলা করেন, যা চলমান রয়েছে।
খড়রিয়া গ্রামের আনতাল শেখ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ওইসব জমি হতে তিনি কিছু জমি কিনেছেন। সেই জমি নিয়ে প্রতিবেশি মুজিবর লস্করের সাথে তার বিবাদ।
পেড়লী পুলিশ ক্যাম্পের আইসি খায়রুল আলম বলেন,উভয়পক্ষ কে ১৪৪ ধারা’র নোটিশ দেয়া হয়েছে। শান্তি শৃংখলার সাথে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে আনতাল শেখ আবারও ঝামেলা করায় মুজিবর লস্কর থানায় আরেকটি অভিযোগ দিয়েছে। দু’পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করা হবে। তারা কথা না শুনলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, সেভাবেই পরামর্শ দিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এহেন পরিস্থিতিতে নিজ জমির পাট কেটে নেয়া এবং অবৈধ দখলে থাকা জমি উদ্ধারসহ অপরাধীদের শাস্তির জন্য ক্ষতিগ্রস্ত মুজিবর লস্কর সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।