হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে শনিবার ( ২৫ জানুয়ারী ) দুপুরে শেখ রিজেন্সী গেস্ট হাউজ কনফারেন্স হলে এ পরিচিত সভা ও যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখা’র সভাপতি মোঃ ইমাম হোসেন সেলিম। এ অনুষ্ঠানে বক্তব্যদান কালে গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল আরোও বলেন, বৈষম্য বিরোধি ছাত্র-জনতার আন্দোলনে অগ্রনী ভমিকা পালন করেছে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর। আগামীতে ভিপি নুর’র নেতৃত্বে সরকার গঠন হবে। এ দেশের মানুষ তার সাথে আছেন। আওয়ামী লীগের সমালোচনা করে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ মানুষকে খারাপ বানানোর ম্যাশিন। বাংলাদেশে যত যত ভালো ভালো মানুষ ছিল তাদেরকে খারাপ বানিয়েছে,ভিলেন বানিয়েছে। আওয়ামী লীগ জনগনের কাতার থেকে সরে গিয়ে প্রশাসন নির্ভর দলে পরিণত হয়েছিল। সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে প্রশাসন দিয়ে নির্বাচন করে তারা ক্ষমতায় এসেছিল। এ দেশের জনরোষ তাদের বিতাড়িত করেছে। মাশারাফি মত মানুষদের কলংকিত করেছে আওয়ামী লীগ। তার মত মানুষের কেন ভোট চুরি করে এমপি হতে হবে ? এতে বোঝা যায় একটা দল কতটা দেউলাত্বে পৌছে গেছে। নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিলন’র সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় গণঅধিকার পরিষদ সমন্বয়ক মোছা: কবিতা খাতুন। আরোও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলার সহ-সভাপতি জামাল খান,যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখা’র সভাপতি মিলন শেখ, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা শাখা’র সভাপতি আনিসুজ্জামান সোহাগ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আহবায়ক গোলাম মোর্তজা, সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।