জন্মভূমি ডেস্ক : নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ও লোহাগড়া থানা পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজলার মালিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রাম থেকে গাঁজাসহ দু’জন ও লোহাগড়া উপজেলার কুমরকান্দা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খানা ও লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার মালিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের সাইফুল শিকদারের ছেলে মো. বিপ্লব শিকদার (২২) ও একই গ্রামের আবু বক্কর মোল্যার ছেলে মো.হাসিব মোল্যা (২১) এবং ইয়াবাসহ গ্রেফতার ইমন মোল্যা (১৯) লোহাগড়া উপজেলার কুমরকান্দা গ্রামের নিপুন মোল্যার ছেলে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের মিনা বাজার এলাকায় অভিযান চালায়। পরে বিপ্লব শিকদার ও হাসিব মোল্যা নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এদিকে লোহাগড়া থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার কুমরকান্দা গ্রামে অভিযান চালায়। পরে ইমন মোল্যা নামে একজনকে গ্রেফতার কর পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. শাহ্ দারা খান ও লোহাগড়া থানা পুলিশের (ওসি) মো.আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
Leave a comment