জন্মভূমি ডেস্ক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে নড়াইল জেলা বিএনপির উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ঢাকা-বেনাপোল মহাসড়কের মালিবাগ এলাকায় নড়াইল জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির নেতা কর্মীরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ মানুষ আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খাঁন মাহমুদ আলম, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান বাটুল প্রমুখ।
পরে অবরোধের সমর্থনে শহরে একটি মোটর শোভাযাত্রা বের করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।