
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মানাধিন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরূদ্ধে। গত রোববার রাত ১১টার দিকে এ ঘটনাাটি ঘটেছে। ঠিকাদার পলাশ জানান, ঠিকাদার ও জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান ও পলাশ যৌথভাবে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের প্রথম তলার কাজটি করছেন। দুর্বৃত্তরা নির্মিত ইটের দেয়াল ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।
ঠিকাদারের ম্যানেজার বলেন, গত রোববার রাতে একদল যুবক কাজের সাইটে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বিকার করায় তারা দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে নির্মিত দেয়াল গুলি ভেঙ্গে ব্যাপক ক্ষয় ক্ষতি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার বকসী বলেন, বিদ্যালয়ের নির্মানাধিন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজে কোন অনিয়ম হলে বা নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করা হলে সেটা যে কেউ দেখতে পারেন। তা নিয়ে কথা বলতে পারেন। কিন্তু এভাবে সরকারি কাজে বাঁধা দেয়া খুব দুঃখজনক। বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক বলেন, এ ধরনের কাজ করে যারা সরকারের উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করছে এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভাংচুর করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঠিকাদার ওয়াহিদুজ্জামান মেবাইল রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।