হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : ঢাকার পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় বিনা বিচারে ১৬বছর আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণবহালের দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডিআর কল্যাণ পরিষদ ও নড়াইল জেলার ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যদের পরিবারের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। বক্তব্য দেন মোল্যা তুহিন বিন রাজ্জাক, মোসা: রিমি প্রমুখ।
মানববন্ধনে প্রাক্তন বিডিআর সদস্যরা বক্তব্যে বলেন, পিলখানার হত্যাকান্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতাসহ প্রকৃত হত্যাকারীদের বিচার আমরাসহ আমাদের দেশের ১৮ কোটি জনগণের প্রাণের দাবি। কিন্তু তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেপ্তার ও অন্যায় ভাবে সাজা প্রদান করা হয়। বক্তারা আরোও বলেন স্বৈরাচার হাসিনা সরকারের প্রহসনের মামলায় বিনা বিচারে ১৬বছর নিরপরাধ বিডিআর সদস্যদের আটক রেখেছে। অচিরেই তাদের মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণবহাল করা হোক।
নড়াইলে চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
Leave a comment