লোহাগড়া প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মূলদাইড় এলাকা থেকে ব্যাটারিচালিত একটি চোরাই ইজিভ্যান উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় রবিউল শেখ(৪২) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে চোরাই ভ্যান বিক্রয়ের সময় আটক করা হয়েছে। আটককৃত চোর নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামের মৃত আলতাফ শেখের ছেলে। এ সময় ভ্যানের একটি চার্জার ও একটি চাবি জব্দ করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে বুধবার বিকালে এসআই(নিঃ) মঞ্জুর মোর্শেদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এই চোরাই ভ্যান উদ্ধার করে। চোরাই ভ্যান রবিউলসহ তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে চুরি করে বেচাকেনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত