হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হওয়ার পর গ্রেফতার অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে নড়াইল সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) সকালের দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়া ওরফে কলা নাঈম ওরফে গোপাইলে নাঈম। এ ঘটনার পর সদর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হামিম ভূঁইয়া,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সবুজ সরদার,নড়াইল পৌরসভার ৭ নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল মোল্যা ও সদর উপজেলা তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুন্না আজিজ।
এদিকে বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনার ফাঁসি, তাদের দোসরদের বিচার এবং নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেফতারের দাবি জানান।
এদিকে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস বলেন, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়া মুলত: একজন চাঁদাবাজ। তার বাড়ি গোপালগঞ্জ। এই টোকাই বিগত ১৬ বছরে কাড়ি কাড়ি টাকা আয় করেছে। নানা ধরনের অপকর্ম করেছে। তার কুকর্মের শেষ নেই। সে জনপ্রতি ৫শ টাকা করে ভাড়াটে লোক এনে মিছিল করিয়েছে। শান্ত নড়াইলকে এ ধরনের বহিরাগত সন্ত্রাসীরা বার বার অশান্ত করে আসছে।
এদিকে গুঞ্জণ উঠেছে নাঈম ভুইয়া মোটা অংকের টাকার বিনিময়ে মিছিলের আয়োজন করে। তবে মিছিলে অংশগ্রহনকারিদের ঠিকমত টাকা নিয়ে দিয়ে মিছিল শেষ হওয়া আগেই সে সটকে পড়ে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন,‘গত ৪ আগস্টে নড়াইলে নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।