নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাতীয় নাগরিক পার্টীর কার্যক্রম শুরু হয়েছে। এ জেলায় দলটির মুখপাত্র হিসেবে কাজ করছেন জেলার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের বারবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান। নড়াইলের জনপ্রিয় চেয়ারম্যানদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় চেয়ারম্যান। শুধু পাঁচগ্রাম ইউনিয়ন নয়, সারা জেলায় তার সুনাম রয়েছে। জেলার প্রতিটি উপজেলায় এমনকি প্রতিটি ইউনিয়নে দলীয় কর্মী সমর্থক তৈরি করার জন্য কাজ করছেন ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান। রোববার (৯ মার্চ) দুপুরে একান্ত সাক্ষাতকারে ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান দলটি’র কার্যক্রম সম্পর্কে জানান, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী মানিক মিয়া এ্যাভেনিউ’তে এ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পাটী’র আত্নপ্রকাশ হয়। লাখ জনতার উপস্থিতির মধ্যে নড়াইল জেলার অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। দলটি’র আত্নপ্রকাশ অনুষ্ঠানে নড়াইল জেলার নেতৃত্বে ছিলেন পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান। জেলার ৩ টি উপজেলা হতে সেদিন ৩ জন চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকটি বাস ভর্তি নারী পুরুষ ঢাকা’র ওই অনুষ্ঠানে যায়। লোহাগড়া উপজেলার নেতৃত্বে ছিলেন নলদী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ পার্খী। নড়াইল সদর উপজেলার নেতৃত্বে ছিলেন শাহাবাদ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। জাতীয় নাগরিক পার্টী’র আত্নপ্রকাশ দিবসে নিজ নিজ এলাকার জনগন নিয়ে উপস্থিত থেকে কালের সাক্ষী হয়ে রইলেন জেলার ত্রিরত্ন (ইউপি চেয়ারম্যান) জনপ্রতিনিধি। তারা ইতোমধ্যে দলে লোক ভেড়ানোর জন্য কাজ শুরু করেছেন। জেলার সমন্বায়ক হিসেবে কাজ করছেন এসএম সাইফুজ্জামান। যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে আইনে অনার্স মাস্টার্স পাস করেছেন। সুশিক্ষিত,মার্জিত,সৎ ও বিনয়ী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টী। এক প্রশ্নের জবাবে এসএম সাইফুজ্জামান বলেন, বিভিন্ন সময়ে দেশের বড় বড় দলের কিছু নেতার জন্য দলের ভাবমুর্তি মারাত্নক ভাবে ক্ষুন্ন হয়েছে। ্ওই সমস্ত দুর্নীতিবাজদের আগ্রাসি কার্যক্রম ও চিন্তা চেতনার কারনে ওইসব দলের কোন শান্তিপ্রিয় মানুষ পরিচ্ছন্ন ভাবে রাজনীতি করতে পারছেনা এবং ভবিষ্যতে পারবে না। তাছাড়া জাতীয় নাগরিক পার্টী’তে রয়েছে এক ঝাক তরুন মেধাবী মুখ। যারা বাংলাদেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখেন। তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য এ দলে যোগ দেয়া। তিনি মানবতার সেবার জন্য এ দলকে এগিয়ে নিতে সর্বমহলের সহযোগিতা কামনা করেন।