হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি প্রধান অতিথি’র বক্তব্য দিতে গিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ফ্যাসিবাদ খুনি সরকারের প্রধান শেখ হাসিনা সহ তার দোসররা দেশ ধ্বংস করে এবং দেশের সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। তারা দেশের সকল সেক্টরে দুর্নীতি করে দেশকে ধ্বংস করেছে। প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে ও এ দেশের উন্নয়ন অপ্রগতির জন্য ৩১ দফা বাস্তবায়ন জরুরী। তিনি আরোও বলেন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এবং আগামীতে বিএনপি’র নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (১৬ ফেব্রয়ারি) সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক এমপি জননেতা আমান উল্লাহ আমান। এ সময় তার সাথে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ুকমার কুন্ডু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: মনিরুল ইসলাম,জেলা বিএনপি’র সহ-সভঅপতি জুলফিকার আলী মন্ডল প্রমুখ। বিগত দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে জেল জুলম হামলা মামলা থেকে মুক্ত পরিবেশে এ কাউন্সিলকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্ঠি হয়। প্রার্থীদের ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে শহররের অলিগলি রাজপথ। দ্বি-বার্ষিক এ কাউন্সিলে বিএনপি’র জেলার মোট ৭টি ইউনিটের ৭০৭জন কাউন্সিলর নেতা নির্বাচনে সরাসারি ভোট দিচ্ছেন। জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ ভোট হচ্ছে। সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোট ৪জন প্রতিদ্বন্দ্বীতা করেন।