হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল পৌরসভার ৩নং ওর্য়াড এর মহিলা কাউন্সিলর আঞ্জু মনোয়ারা’র বিরূদ্ধে টিসিবি’র ডিলারকে হেনস্থা ও পণ্য বিতরন কার্যক্রমে বিশৃংখলা সৃষ্টির অভিযোগ উঠেছে। নড়াইল পৌরসভার মহিষখোলার বাসিন্দা টিসিবি ডিলার সৈয়দ মোঃ খালিদ সাইফুল্লাহ এমন অভিযোগ এনে গত ১৫ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ১২ অক্টোবর নড়াইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ৮০৫টি প্যাকেজ বিক্রির জন্য নিয়ে যান।
সেখানে গিয়ে দেখেন নড়াইল পৌরসভার ৩নং ওর্য়াড এর কাউন্সিলর কাজী জহিরুল হক ৫৩৫টি কার্ড, মহিলা কাউন্সিলর আঞ্জু মনোয়ারা ৪৬৪টি কার্ড এবং মেয়র আঞ্জুমান আরা ৫৫টি কার্ড ইস্যু করেছেন। সর্বমোর্ট ১০৫৪টি কার্ড দেয়া হয়েছে। যা বরাদ্দ অপেক্ষা অনেক বেশি। টিসিবি’র প্রক্রিয়াকে বিতর্কিত এবং ডিলারকে হেনস্থা করার উদ্দেশ্যে মহিলা কাউন্সিলর আঞ্জু মনোয়ারা ৪৬৪টি কার্ড জনগণের মধ্যে বিতরণ করেছেন। তিনি একই নামে একাধিক কার্ড, একই পরিবারে একাধিক সদস্যর নামে কার্ড এবং নড়াইল শহরের বিত্তবান হিসাবে পরিচিতদেরকেও কার্ড প্রদান করেছেন। অথচ নিয়মে রয়েছে কোন পরিবার থেকেই একজনের বেশি টিসিবি কার্ড পাবে না। বাড়তি কার্ড দেয়ায় জনগণ ভাড়াকৃত ট্রাকে উঠে টিসিবি’র ২৪টি প্যাকেজ ছিনিয়ে নিয়ে যায়। যার মূল্য ১১ হাজার ২৮০ টাকা। টিসিবি’র পণ্য সরবরাহ কাজে নিয়োজিত রকিব খান কে মারধর করে তার নিকট হতে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয। এমনকি তার ১৫ হাজার টাকা দামের মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। ডিজিটাল ওজন মাপার যন্ত্রটি নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ টিসিবি ডিলার সৈয়দ মোঃ খালিদ সাইফুল্লাহ এ সকল ক্ষতির জন্য মহিলা কাউন্সিলর আঞ্জু মনোয়ারাকে দায়ি করে তার নিকট হতে ক্ষতিপূরণ আদায়-সহ তার বিরূদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন জানিয়েছেন। মহিলা কাউন্সিলর আঞ্জু মনোয়ারা’র সাথে যোগাযোগের জন্য চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, উভয়পক্ষের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। টিসিবি’র পণ্য নিয়ে কোন প্রকার দুর্নীতি অনিয়ম করার চেষ্টা করা হলে তার বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নড়াইলে টিসিবি’র পণ্য ছিনিয়ে নেয়ার অভিযোগ
Leave a comment