নড়াইল প্রতিনিধি : নড়াইলে পুলিশ সদস্যের স্ত্রী’র স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুটে নিয়েছেন ‘ডেভিল ব্রেথ’ চক্রের সদস্যরা। গত সোমবার দুপুরের দিকে শহরের রূপগঞ্জ বাজারের ইসলামী ব্যাংকের পাশের গলিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী শিল্পী বেগম যশোরের ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামের স্ত্রী। তিনি নড়াইল সদরের আউড়িয়া গ্রামের বাসিন্দা।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিল্পী বেগম গত সোমবার সকালে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে রূপগঞ্জ বাজারে আসেন। মুরগী কেনার জন্য বাজারের ভিতরে যাওয়ার পথে দুই যুবক পিছন থেকে শিল্পী বেগমকে ডাক দেন। সালাম বিনিময়ের পর তাদের মধ্যে একজন শিল্পীকে বলেন, তার মা গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি, অনেক টাকার প্রয়োজন। তাই তাকে একটু সাহায্য করতে বলেন। এ মুহূর্তে কাছে পর্যাপ্ত টাকা নেই, এ কথা বলে শিল্পী বেগম সামনের দিকে হাটতে থাকেন। এসময় তাদের একজন তার কাছে গিয়ে কিছু একটা বলেন। কিন্তু কী বলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এরপর শিল্পী বেগমকে ইসলামী ব্যাংকের পাশের গলিতে ডেকে নিয়ে তার কাছে থাকা সব জিনিস দিয়ে দিতে বলে তারা। এ সময় তিনি তার চার আনা ওজনের কানের দুল, গলার চেইন, হ্যান্ড ব্যাগে থাকা মোবাইল ফোন, সাড়ে ৪ হাজার টাকা তাদের হাতে দিয়ে দেন। কেন এমনটা করেছেন এ বিষয়ে কিছুই বলতে পারেননি শিল্পী বেগম।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, এ ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে টহল টিম পাঠানো হয়। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এভাবে সব কিছু নিজে থেকে দিয়ে দেয়ার বিষয়ে ওসি বলেন, এটি ভয়ংকর মাদক স্কোপোলামিন বা শয়তানের নি:শ্বাস নামে পরিচিত। এটি প্রয়োগের ফলে ভিকটিম কিছু সময়ের জন্য সম্মোহনের শিকার হয়। আর তাদের কথামত কাজ করে।