হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে পরিবেশ রক্ষায় ১ হাজার তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশ কৃষিফার্ম এর আয়োজনে রোববার (১ অক্টোবর) দুপুরে এ উপলক্ষ্যে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কেডিএম মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান।
কেডিএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন সাগর’র সভাপতিত্বে বক্তব্য দেন সমাজসেবক কাজী খায়রুজ্জামান বাচাক, কেডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন দাস, সমাজসেবক আবদুল হামিদ মোল্যা। আলোচনা সভা শেষে তালবীজ রোপন করে এ মহতি কর্মযজ্ঞের উদ্বোধন করেন পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান।
নড়াইলে তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন
Leave a comment