নড়াইল প্রতিনিধি : নড়াইলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দু:স্থ রোগির মাঝে চেক বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গত শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, রতন কুমার হালদার, উত্তম সরকার প্রমুখ। অনুষ্ঠানে ৩৪ জন রোগির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক দেয়া হয়। চেকপ্রাপ্ত রোগিদের মধ্যে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকেপ্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগি রয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত