লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় ছাত্রদলের এক সদস্য ও জামায়াতের একজন কর্মীকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।
বুধবার (২৪ জুলাই) ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কালিয়া থানায় একটি নাশকতা মামলা হয়েছে। কোটা আন্দোলন শুরুর পর থেকে নড়াইল জেলার কালিয়া থানায় এই একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামীর কর্মী হলেন, কালিয়া উপজেলার হেদায়েতদপুর গ্রামের পিকুল শেখ (৩০)। অন্যজন একই উপজেলার খড়রিয়া এলাকার মাহফুজার বিশ্বাস (২৮)। সে কালিয়া উপজেলা ছাত্রদলের সদস্য।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম আহমেদ জানান, কালিয়া থানার ইলিয়াসবাদ ও সালামাবাদ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে কতিপয় লোক নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায় এসময় কয়েকজন দৌড়ে পালালেও পুলিশ দুজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে কিছু বিস্ফোরকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় কালিয়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।