
নড়াইল প্রতিনিধি : নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রাধা বল্লভ বিশ্বাস (৬০) নামে একজনের মৃত্যু ও কমবেশি ১০জন আহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দেবভোগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের প্রায় ১০জন কমবেশি আহত হয়েছেন। আহতরা হলেন দুর্লভ বিশ্বাস (৫৩), রাম বিশ্বাস (৪০), শ্যাম বিশ্বাস (৩৫), সুফল বিশ্বাস (৪০), ছালাম (৫৫), জামাল (৫৮)।
পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামের রাধা বল্লভ ও দুর্লভ বিশ্বাসের সাথে বাহিরগ্রামের ছালাম ও জামালের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার সকালে ছালাম ও জামাল লোকজন নিয়ে দেবভোগ মৌজার ওই জমি হতে জোরপূর্বক পাট কাটতে যায়। খবর পেয়ে রাধা বল্লভ ও দুর্লভ বিশ্বাস গিয়ে পাট কাটতে নিষেধ করেন।
এ সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছালাম ও জামাল তাদের সাথে থাকা শেখহাটি ও শিমুলিয়া গ্রামের লোকজন নিয়ে দেশিয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় মারাত্নক অস্ত্রের আঘাতে রাধা বল্লভ বিশ্বাস, দুর্লভ বিশ্বাস, মুফল বিশ্বাস, রাম বিশ্বাস মারাত্মক আহত হন। আহতদের সদর হাসপাতালে নেয়া হলে রাধা বল্লভ বিশ্বাস মারা যান। সদর থানার ওসি ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ৪জনকে আটক করেছে।