হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে জোর পূর্বক অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ উঠেছে। জেলার কালিয়া উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা চৌধুরী বিরূদ্ধে এমন অভিযোগ এনে ভুক্তভোগী পরীক্ষার্থীরা জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিয়েছেন। সেই সাথে শিক্ষার্থীরা তাদের নিকট হতে নেয়া তারা অতিরিক্ত ফিস ফেরত পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন জানিয়েছেন।
বুধবার (১২ মার্চ) সকালে সরজমিন গেলে স্থানীয়রা জানান, জেলা প্রশাসন অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পরীক্ষার্থীরা জানায় আসন্ন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার্থীদের নিকট থেকে নানা কৌশলে অতিরিক্ত ফিস আদায় করা হয়েছে । ভিন্ন ভিন্ন পরীক্ষার্থীদের নিকট থেকে ভিন্ন ভিন্ন ভাবে ৪৬২০/, ৪১২০/,৩৬২০/,৩১২০/, টাকা আদায় করা হয়েছে। ভুক্তভোগী পরীক্ষার্থী ফারহানা ইসলাম (মানবিক বিভাগ) জানায় এসএসসি ফরম পূরনের শেষ দিনে তার নানা মারা যান। নানার দাফন শেষ করে ফরম পূরন করতে গেলে তার নিকট ৫৫০০/- টাকা চাওয়া হয় । তখন তারা নানা মারা যাওয়ার কথা প্রধান শিক্ষক কে বললে তাতে কোন ফল হয়নি। গালমন্দ খেয়ে ৪৬২০ টাকা দিয়ে তার ফরম পূরন করতে হয়েছে। অনেক পরীক্ষার্থীরা এ রকম ভাবে এসএসসি পরীক্ষার ফরম পূরন করেছে। এসএসসি ফরম পূরনের আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ বিষয়ে এক সভা করেন। উপজেলা নির্বাহী অফিসার সভায় প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দেন বোর্ডের নির্ধারিত ফিস ছাড়া অতিরিক্ত কোন টাকা গ্রহন করা যাবে না। যদি কোন প্রতিষ্ঠান বেশী টাকা নিয়ে ফরম পূরন করে সেই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ওই একই ব্যবস্থার কথা উল্লেখ করেছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা চৌধুরী’র নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তার বিরূদ্ধে ষড়যন্ত্রমুলক অপপ্রচার করা হচ্ছে।
নড়াইলে প্রধান শিক্ষকের বিরূদ্ধে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ

Leave a comment