জন্মভূমি ডেস্ক : নড়াইল সদর উপজেলায় ফেনসিডিলসহ মো. শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও মো. আল মিরাজ (১৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সদর উপজেলার গোচর এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সকালে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো.শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. শাহাবুদ্দিন ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বসতীপাড়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে ও মো. আল মিরাজ একই থানার দৌলতগঞ্জ পাড়ার মো. রায়হান ইসলামের ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টিটু আলী ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল সদর উপজেলার গোচর এলাকায় অভিযান চালায়। পরে এ অভিযানে গোচর ভূমি অফিসের প্রধান গেটের সামনের সড়ক থেকে শাহাবুদ্দিন ইসলাম ও আল মিরাজ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ ব্যাপারে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো.শাহ্ দারা খান বলেন, গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।