
নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিএনপির জনসমাবেশ হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শনিবার দুপুরে নড়াইল শহরের নাকসী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উচ্চ আদালতের নির্দেশনাকে অধিনস্ত আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলায় পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাহাবুব মোর্শেদ জাপল ও আলী হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, মোঃ টিপু সুলতান, মোঃ মশিয়ার রহমান, সায়াদাত কবির রুবেল, আহাদুজ্জামান বাটু, খন্দকার ফসিয়ার রহমান, খন্দকার মন্জুরুল সাইদ বাবু, মাহমুদুল হাসান সনি, নবীর হোসেন, মো: রহিম ফকির, মুন্সী বায়েজীদ বিল্লাহ, রিয়াজুল কামাল পাভেল, মো: রফিকুল ইসলাম, জীবন ইসলাম টিপু, মো: কামাল সিদ্দিকী, মো: আমীন বিশ্বাস, মো: ফিরোজ মোল্যা, মো: রুমেল হোসেন কবির, তাহমিদ আল মারিন, রিদানুল ইসলাম নিশান প্রমুখ। জনসভায় জেলা, তিনটি উপজেলা, তিনটি পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।