হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়ায় জন্ম নিবন্ধন সনদ জাল করে দশম শ্রেণির এক ছাত্রীকে বাল্য বিয়ে দেয়ার চেষ্টা করায় দুই চাচাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর বিয়ে উপলক্ষ্যে রান্না করা খাবার দেয়া হয়েছে এতিম খানায়। সোমবার (২১ আগস্ট) বিকেলে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ রায় দীপন এ আদেশ দেন। অপরদিকে বাল্য বিয়ে উপলক্ষে রান্না করা খাবার পাশের একটি এতিম খানায় বিলিয়ে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,সাজাপ্রাপ্ত দুই চাচা বা অভিভাবকরা হলেন-একই গ্রামের মিজানুর শেখ (৪২) ও হাফিজুর শেখ (৩৭)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ রায় দীপন জানান, জন্মসনদ জাল করে বেশি বয়স দেখিয়ে কিশোরীকে (১৫) বিয়ে দেয়া হচ্ছে এমন খবর পেয়ে সোমবার বিকেলে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়। ওই কিশোরীর পিতা লিবিয়া প্রবাসী। কিশোরীর দু’চাচা এ বিয়েতে সহযোগিতা করছিলেন। তাই তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত