নড়াইল প্রতিনিধিঃ তরুনদের সম্পৃক্ত করি,উন্নত নগর গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদালত চত্বর প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার হোসেন সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল,উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডু, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, রফিকুল ইসলাম,তৌহিদ খান, মো: আব্দুল হান্নান,উচ্চমান সহকারী সবুজ আলী প্রমুখ।