নড়াইল প্রতিনিধি : নড়াইলে অনুষ্ঠানিকভাবে বেদনার জলছবি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। গ্রন্থটি রচনা করেছেন এপার বাংলা-ওপার বাংলার প্রখ্যাত সাহিত্যক বটুকৃষ্ণ বিশ্বাস। শুক্রবার বেলা দুপুরের দিকে নড়াইল সদরের বামনহাট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় চত্বরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বামনহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রতাপ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননন্দিত নেতা মো: নিজামউদ্দিন খান নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান। আরোও উপস্থিত ছিলেন আলোকিত অতিথি কলেজ শিক্ষক বিকাশচন্দ্র আসবা, কবি জ্যোতির্ময় সেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খ্যাতনামা সাহিত্যিক বটুকৃষ্ণ বিশ্বাস নড়াইলের বামনহাট উচ্চ বিদ্যালয় হতে ১৯৭৩ সালে মাধ্যমিক এবং কলকাতার চৈতন্য কলেজ থেকে গ্রাজুয়েশন করেন। তার পিতা স্বর্গীয় শ্যামাচরন বিশ্বাস বামনহাট উচ্চ বিদ্যালের সভাপতি ছিলেন। তার স্ত্রী জ্যোতিকা রানী বিশ্বাস একই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। বর্তমান তিনি দিল্লীতে বসবাস করেন। তার পার্থ বিশ্বাস নামে এক পুত্র সন্তান ও নিবেদিতা নামে এক কন্যা সন্তান রয়েছে। পার্থ বিশ্বাসের স্ত্রী অর্থাৎ বটুবিশ্বাসের পুত্রবধু রুপা বিশ্বাস চেন্নাই ইউমেন্স ইনষ্টিটিউশনে মেডিকেল রিসার্সার হিসেবে কর্মরত আছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক এড. মাহাবুব মোর্শেদ জাপল, সমাজসেবক এড. রবীন্দ্রনাথ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন,আমেরিকা প্রবাসি পলাশ সিদ্দিকী,সমাজসেবক নিলাংশু সরকার নিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: নিজামউদ্দিন খান নিলু বলেন, কবি বটু বিশ্বাস একজন অনন্য প্রতিভার অধিকারি সাহিত্যিক। তিনি বহুগুনে গুনান্বিত। আশাকরি তার রচিত বেদনার জলছবি গ্রন্থখানি পাঠকসমাজে ব্যাপক সমাদৃত হবে। আর এই গুণ কবি ও সাহিত্যিক দীর্ঘজীবী হয়ে যেন তাঁর সুসাহিত্যকর্ম সাধারণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে পারেন।