হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সিকদার মোঃ ময়নুল ইসলাম বাবুকে (তালা প্রতিক) ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় তাকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, দেয়ালে পোষ্টার লাগানোর অপরাধে তাকে এ জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরন বিধি লংঘন করায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফান (ঘোড়া প্রতিক) ও আজিজুর রহমান ভুইয়াকে (আনারস প্রতিক) এর আগে জরিমানা করা হয়েছে। পুনরায় একই ধরনের অপরাধ করলে পরবর্তীতে তার জরিমানা তথা শাস্তির পরিমান আরোও বাড়বে বলেও তিনি জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত