
নড়াইল প্রতিনিধি : নড়াইলের ভুয়া বীর মুক্তিযোদ্ধা এনামুল কবির টুকুর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। টুকু নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। বর্তমানে তিনি নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় বসবাস করেন। গত ২৮ অক্টোবর রাতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৬ অক্টোবর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটি স্মারক নম্বর-৪৮.০০.০০০০.০০০.০০৪.০৭, ০০০৮, ২৫.১৫৭৮-এ জারি করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা নড়াইলের ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন। অবশেষে টুকুসহ চারজনের গেজেট বাতিল হয়েছে। সরকারের এই পদক্ষেপে তারা সন্তুষ্ট। অন্যান্য ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ বিষয়ে এনামুল কবির টুকু বলেন, ‘ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করার কারণে তিনি এ বিষয়ে আদালতে যাবেন। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘এনামুল কবির টুকুর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ তার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।

