জন্মভূমি ডেস্ক : নড়াইলে মাদক মামলায় মোসা. তাছলিমা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। জেলা ও দায়রা জজ আদালাতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত মোসা. তাছলিমা বেগম সাতক্ষীরা জেলার ছয়ঘরিয়া গ্রামের মো. মুকুল মোল্যার স্ত্রী। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ এপ্রিল দুপুরে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের চাচড়া গ্রামের শিবতলা কালী মন্দিরের সামনে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চলাকালে আসামি মোসা. তাছলিমা বেগম বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এরপর তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে আসামি মোসা. তাছলিমা বেগমের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার বেলা ১১টার দিকে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত