
নড়াইল সদর প্রতিনিধি : ১৫ আগস্ট ও ২১ আগস্টের মাস্টার মাইন্ডদের বিচার ও সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের দাবিতে গত বুধবার নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বরাবর স্মারকলীপি পেশ করেছে সদর উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মিনা মরফিদুল হাসান (শিল্প) ও সাধারণ সম্পাদক মোঃ বাবলু মোল্যা।
স্মারকলিপিতে উল্লেখ করে যুবলীগ নেতাকর্মীরা বলেন, আগস্ট মাস শোকের মাস। ১৫ আগস্ট বাঙালি জাতির কলঙ্কিত এক অধ্যায়। এ দিন জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করেছিলো। সে দিন মানবতা ভুলুন্ঠিত হয়েছিল, মানবাধিকার পদতলে পৃষ্ঠ হয়েছিল। আবার ২১ আগস্ট জাতির পিতার কন্যাকে হত্যার পরিকল্পনা তৎকালীন রাষ্ট্রিয় প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যুবলীগের নেতৃবৃন্দ দাবি জানান, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড ও মানবাধিকার লংঘনকারী জিয়াউর রহমানের মরোনত্তর বিচার চাই। ২১ আগস্টের মাস্টার মাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি।
উপরোক্ত বিষয়গুলো ছাড়াও সমসামযড়ক রাজনীতিতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বাধাগ্রস্ত করা, অগ্নি সন্ত্রাস, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা, রাস্ট্রিয় সম্পত্তি ধ্বংসের খেলায় যারা মেতে উঠেছে তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আবু সুফিয়ান বাহার, আবু হেনা সৈনিক, মোঃ মহিদ খন্দকার, মোঃ সোহেল রানা প্রমুখ।