হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল-১ আসনে মনোনয়ন বঞ্চিত কেন্দ্রিয় যুবলীগ নেতা কাজী সারোয়ার হোসেন সংবাদ সম্মেলন করেছেন। তিনি বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রধান ও সফল রাষ্ট্রনায়ক যে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি সে সিদ্ধান্ত শ্রদ্ধার সাথে মেনে নিয়েছেন। তাই তিনি নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন না। তিনি তাঁর পক্ষে মনোনয়ন সংগ্রহকারি নেতা-কর্মী ও সমর্থকদের নিকট ক্ষমা প্রার্থনা করে বলেন,আপনারা জানেন কাজী সারোয়ার হোসেন এবং তাঁর পরিবারের কেউ কোন দিন দলের বিপক্ষে অবস্থান নেয়নি। আজও তার ব্যতিক্রম হবে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জতিক বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সারোয়ার হোসেন আরোও বলেন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা আমাকে অনেক কিছু দিয়েছেন। যুবলীগের কেন্দ্রিয় কমিটিতে রেখেছেন। জেলা আওয়ামী লীগের সদস্য করেছেন। তাঁর সাথে দলীয় কর্মসূচী বাস্তবায়নের সুযোগ পেয়েছি। সর্বোপরি তাঁর দোয়া রয়েছে আমার জন্য। এ জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি আছে ? আপনারা তাঁর জন্য দোয়া করবেন তিনি যেন আবারও প্রধানমন্ত্রী হয়ে দেশ জনগনের খেদমত করতে পারেন। আপনারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের সদস্যদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের কবরকে ফুলে বাগিচা করে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে নড়াইল-১ আসনের মানুষের পাশে থাকতে পারি। এসব কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে বাকরুদ্ধ হয়ে যান। সেখানে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা অশ্রুসিক্ত হয়ে পড়েন। তাঁরা সবসময় তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে শক্তি সাহস দেন।