
নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে রেড ক্রিসেন্ট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পথচারী, ইজিবাইক ও ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেনি-পেশার রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. এস এ মতিন, জেলা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুর রহমান হিলু, নড়াইল আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক, খন্দকার আল মাহাবুব বিল্লাহ, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, এড. নূর মোহাম্মদ, এড. রওশন আরা লিলি, হুমায়ুন কবীর রিন্টু প্রমুখ।