নড়াইল প্রতিনিধি : নড়াইলে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত রোববার নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া এলাকায় এডিআই (সমৃদ্ধি কর্মসূচি) অফিসে চত্বরে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতান। পিকেএসএফ’র সহযোগিতায় এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন এডিআই এর রিজিওনাল ম্যানেজার আজিজুর রহমান, সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও উত্তর সিঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন রেন্টু।