হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইলে ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নড়াইল-২ আসনের সাবেক সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ২৪ জনের বিরূদ্ধে মামলা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি সাইফুল ইসলাম আরোও জানান, শনিবার (৫ অক্টোবর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদরের পলইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম।
তিনি বলেন, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দু’টি মামলা হয়েছে। আগের মামলাটি গত সেপ্টেম্বর মাসের ১০ তারিখে দায়ের করা হয়। আর পরেরটি হয়েছে শনিবার (৫ অক্টোবর) এসব মামলা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মামলার এজাহারে মতে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র-জনতাকে রুখতে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশটি চৌরাস্তা হতে চিত্রা নদীর উপর রাসেল সেতুর পূর্বপাড় পর্যন্ত বিস্তৃত ছিল। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবি নিয়ে মিছিল সহকারে শহরের দিকে আসছিল।
মিছিলটি রাসেল সেতুর কাছাকাছি আসতেই মাশরাফী ও তার বাবার নির্দেশে আসামিরা আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের ওপর শর্টগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় বোমার। বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট-পাটকেল। এতে বহু আন্দোলনকারীসহ বাদী নিজেও গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন অনেকে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত