নড়াইল প্রতিনিধি : বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পাঁচ আসামিসহ পরোয়ানাভুক্ত ১৫ জনকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গত বৃহস্পতিবার বিকেলে সদর থানার ওসি ওবাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, অভিযানকালে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নড়াইল সদর থানাধীন মির্জাপুর দক্ষিণ পাড়ার মোকাদ্দেস শেখের ছেলে শেখ মো. আবু সুফিয়ান রোমেলকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত অন্য আসামিরা হলো, নড়াইল সদর উপজেলার জিকু সরদার, রবিউল শেখ, রুবেল শেখ ও মো. সোহেল। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মেহেদী হাসান, জসিম শেখ, আজিজুর মোল্যা, মেহেদী ফকির, অজিত শিকদার, মানিক শিকদার, জাহিদুল ইসলাম, প্রকাশ, কাঁলাচান ও গোলক চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি মো.ওবাইদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত