হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ‘র নি:শর্র্ত মুক্তির দাবিতে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১০ জুন) সকালে নড়াইলে জেলা জজ আদালত সড়কে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে সিংঙ্গাশোলপুর ইউনিয়নের হাজারো জনতা উজ্জ্বল শেখ‘র মুক্তি দাবি করেন। সেই সাথে সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা এলাকার নিউটনকে সন্ত্রাসী, চাঁদাবাজ, দাবি করে তাকে দ্রুত আটক করে ইউনিয়নের শান্তি শৃংখলা বজায় রাখার দাবী জানান। মানববন্ধনে বক্তব্য দেন সিংঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিনা আক্তার, গোবরা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মনির, তুকাম শেখ, সুলতান, রুবল শেখ প্রমুখ।
গোবরা বাজারের ব্যবসায়ী মনির শেখ বলেন, নিউটন ষড়যন্ত্র করে সাবেক চেয়ারম্যান উজ্জ্বলকে মিথ্যা মামলায় ফাসিয়েছে। উজ্জ্বল শেখ না থাকার সুযোগে সে বাজারের নাইট ডিউটি বন্ধ করে দিয়েছে। কোন দোকানের কোন ক্ষতি হলে দায়ভার কে নেবে ? ইতোমধ্যে নিউটন গাজি বাজারে চাঁদাবাজি শুরু করেছে। সে নিজের গাড়িতে নিজে আগুন দিয়ে সাবেক চেয়ারম্যান উজ্বলকে ফাঁসিয়েছে। সে একজন অস্ত্রবাজ ও মাদক ব্যবাসায়ী। উজ্জ্বল শেখকে মুক্তি দিয়ে নিউটনকে আটক করে আইনের আওতায় নেয়া হোক। এর আগে রোববার (৯জুন) এলাকাবাসি সিংগাশোলপুর ইউনিয়নের গোবরা বাজার এলাকায় নড়াইল-ফুলতলা সড়কে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ‘র মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে।
নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বলের মুক্তির দাবীতে মানববন্ধন
Leave a comment