
নড়াইল প্রতিনিধি : জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি নড়াইল-২ আসনের সাবেক এমপি হাফিজুর রহমান দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। গত বুধবার সন্ধ্যায় নড়াইল পৌর এলাকার নুরজালাল স্মৃতি পাঠাগারে জাতীয় কৃষক সমিতির সভাপতি মো. নওরোজ মোল্যার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন জাতীয় কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ লাকিতুল্লাহ, সহ-সভাপতি সুবোধ বিশ্বাস, মিজানুর রহমান, খান আব্দুল হান্নান, নির্মল কান্তি বিশ্বাস, পারভেজ আলম বাচ্চু প্রমুখ।
সাবেক এমপি হাফিজুর রহমান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নড়াইল-২ আসনে ওয়ার্কার্স পার্টির দলীয় মনোনয়ন পেয়েছি। ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটগত ভাবে নির্বাচন করলে জোটের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী মাঠে তৎপরতা বাড়ানো হবে।