নড়াইল প্রতিনিধি: নড়াইলে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট এর প্রথমদিন জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করতে দেখা যায়।
বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালিত হচ্ছে।
এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মো.জহিরুল ইসলাম ও হাবিবুর রহমান, জেলা পরিষদের আবু হানিফ, সদর উপজেলা ভূমি অফিসের মো.মোয়াজ্জেম হোসেন, কালিয়ার সহকারী কমিশনার (ভূমি)কার্যালয়ের বাবুল আক্তার, সড়ক ও জনপথের মামুনুর রশিদ এবং পানি উন্নয়ন বোর্ডের আশরাফুল ইসলাম, লোহাগড়া সেটেলমেন্টের ইসহাক, কালিয়া সেটেলমেন্টের ফয়সাল ও ইয়াসিন, লোহাগড়া এলজিইডির তানজিল প্রমুখ।
বক্তারা বলেন সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্যের শিকার। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬ তম গ্রেডে চাকুরী করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। তারা চান সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ দ্রুত এ বৈষম্যের নিরসন করবেন।