হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়ায় হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে অনিমেষ বিশ্বাস (৪০) নামে একজনকে উপজেলার নড়াগাতী থানা পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (৫ অ্েক্টাবর) রাতে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অনিমেষ কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালিনগর গ্রামের বিমল বিশ^াসের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে ওই গ্রামের সামাদ কাজী-সহ কয়েকজন মুসলমানের সাথে ধর্ম নিয়ে তর্কের একপর্যায় ইসলাম ধর্ম ও নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করে। ঘটনাটি ওইদিন সন্ধ্যার মধ্যে সর্বত্র জানাজানি হলে ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তখন অনিমেষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো.দুলু কাজীর নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে নড়াগাতী থানা পুলিশের নিকট সোপর্দ করেন। দুলু কাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান এই ধৃষ্টতার নিন্দা জানিয়ে কটুক্তিকারি অনিমেষের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় নড়াইলের আলেম সমাজের প্রতিনিধি মাওলানা মুফতি,মুহাদ্দিস হুমায়ুন কবীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন,‘এ ঘটনায় অনিমেষকে আটক করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।’
কালিয়ার ইউএনও রুনু সাহা বলেন, স্থানীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত