নড়াইল প্রতিনিধি : নড়াইলে নাশকতা মামলার ১১ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার হাসমত ফকিরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-সদর উপজেলার বিজয়পুর গ্রামের মৃত সিদ্দিক ফকিরের ছেলে হাসমত ফকির (৪২),মৃত মনসুর মোল্যার ছেলে আবদুল হান্নান (৫২), জাহাঙ্গীর আলমের ছেলে ফারুক মোল্যা (৫৩), মৃত মুনতাজ শেখের ছেলে মো.আলী আজম শেখ (৪৮), মহিউদ্দিন মোল্যার ছেলে আরমান হোসেন (৩৭), ভাওয়াখালি গ্রামের আব্দুল মান্নানের ছেলে হেমায়াতুল হক (৫৫), আলআদাতপুর গ্রামের আবু সাঈদ মোল্যার ছেলে ফরহাদ হোসেন (৪২) ও মৃত আহমদুল্লাহর ছেলে মশিউর রহমান (৪১), উজিপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মান্নান (৫২), হাটবাড়িয়া গ্রামের আদিল উদ্দিন শেখের ছেলে জালাল উদ্দীন (৫৬) এবং লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে রহমতউল্লাহ (৩২)।
এবিষয় ওসি মাহমুদুর রহমান বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর উপজেলার বিজয়পুর এলাকার হাসমত ফকিরের বাড়ি গোপন বৈঠক চলছে। সেখান থেকে নাশকতা মামলার ১১ আসামিকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।