
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পরিবেশ অধিদফতরের অভিযানে ৫টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মালেক। গত মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সনাতন পদ্ধতির ড্রাম চিমনি ব্যবহারকারী এসব ভাটার কাঁচা ইট, ড্রাম চিমনি ও ক্লিনিক ভেঙে ফেলা হয়। অভিযানে বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া এলাকার এসএমবি, সালামাবাদ ইউনিয়নের স্টোন ও আরবিআই, এবং খাশিয়াল ইউনিয়নের এমসিবি ব্রিকস্সহ মোট ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, ‘সনাতন পদ্ধতির ড্রাম চিমনির ভাটায় ব্যাপক হারে কাঠ পোড়ানো হয়। যা পরিবেশের জন্য মারাত্নক ক্ষতিকর। সরকারিভাবে স্পষ্ট নির্দেশনা রয়েছে- আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব ভাটা পরিচালনা করতে হবে। এসব নির্দেশনা না মানায় ভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযান চলমান থাকবে। প্রয়োজন হলে অবৈধ ভাটা মালিকদের বিরূদ্ধে আইন অমান্য করার অপরাধে মামলা দায়ের করা হবে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত