নড়াইল প্রতিনিধি : ভিন্ন ভিন্ন অপরাধে নড়াইলে সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উৎপাদন লাইসেন্স না থাকা, নোংরা পরিবেশ, অধিক মূল্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানগুলোকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার চৌরাস্তা, পুরাতন বাস টার্মিনাল, ভাওয়াখালি ও রূপগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকায় মুদি দোকানকে জরিমানা করা হয়। এছাড়া দই তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জরিমানা করা হয়েছে। অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বলা হয়েছে তাদের। বেকারিতে নোংরা পরিবেশ থাকার কারণে জরিমানা করা হয়। অভিযানে মেসার্স শরীফ এন্টারপ্রাইজকে ৫০০ টাকা, মেসার্স বিগ বাজার সুপার শপকে পাঁচ হাজার টাকা, মেসার্স হাজী সুইটস অ্যান্ড ফাস্টফুডকে দুই হাজার, মেসার্স ইলিয়াস স্টোরকে ৫০০, মেসার্স পদ্মা বেকারিকে দুই হাজার ৫০০, মেসার্স কুণ্ড স্টোরকে দুই হাজার, মেসার্স হারুন স্টোরকে একহাজার টাকাসহ মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, অধিকাংশ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গা ঢাকা দেন। তবে উপস্থিত কয়েকজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পুরো রমজান মাসে আমাদের কড়া নজরদারি থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত