নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর ও লোহাগড়ায় উপজেলায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলো- নড়াইল সদর থানার শেখপাড়া গ্রামের সাগর মোল্যা, আলফাজ হোসেন ও সাকিব হাসান, কামাল প্রতাপ গ্রামের মুসতাক কাজী, আড়দিয়া গ্রামের ওয়ালিদ ও লোহাগড়া থানার কালিনগর গ্রামের সাদ্দাম মোল্যা, পোদ্দারপাড়া গ্রামের আল-আমিন মোল্যা, চর করফাগ্রামের ইরফান মুন্সি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত